জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে সচেতনতা শিবির। শিবিরের মূল উদ্দেশ্য চাইল্ড ম্যারেজ, মানব পাচার সহ নানান বিষয়ে জনসাধারণ ও পড়ুয়াদের সচেতন করা।
প্রায় তিন মাস ধরে মালদা জেলা জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্লকে ব্লকে শুরু হয়েছে এই সচেতনতা শিবির। এই সচেতনতা শিবিরে চাইল্ড ম্যারেজ, পাচার, পসকো, চাইল্ড লেবার, ডোমেস্টিক ভায়োলেন্স, লিগ্যাল গার্জেনশিপ প্রভৃতি বিষয় গুলি তুলে ধরে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করা হচ্ছে।